بِسمِ اللَّهِ الرَّحمٰنِ الرَّحيمِ
আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। অনেকদিন পর আবার পোস্ট লিখতে বসলাম। আজ আপনাদের দারুন একটি সফটওয়্যার এর লেটেস্ট ভার্সন উপহার দিবো। জানি আপনারা অনেকেই আগে থেকে ব্যাবহার করেন। যারা নতুনটি নিতে চান তাদের জন্য এবং যারা জানেন না তাদের জন্য আমার এই পোস্ট। আমি প্রথমে সফটওয়্যারটি দিবো তারপর দেখাবো কিভাবে কাজ করবেন।
সফটওয়্যার এর নাম TeamViewer ৭.১ এটি এমন একটি অসাধারণ সফটওয়্যার যেটি দিয়ে পৃথিবীর যে কনো প্রন্তে বসে বসে যে কারো পিসিতে প্রবেশ করা যাবে। খুব সহজে শেয়ার করতে পারবেন আপনার পিসির ডেক্সটপ যে কনো প্রবাসী বন্ধুর সাথে। সরাসরি পিসিতে প্রবেশ করে প্রবাসী পিসিতে থেকে যে কনো কিছু দেখতে পারবেন, এক পিসি থেকে আরেক পিসি তে খুব সহজে যে কনো কিছু, ছবি, সফটওয়্যার, গান, ভিডিও আদান প্রদান করতে পারবেন।
তাহলে দেরি না করে আগে ডাউনলোড করে নিন সফটওয়্যারটি। এটি ফ্রী আর ফুল ভার্সন। সাইজ মাত্র ৪.৫১ মেগাবাইট।
সফটওয়্যারটি মিডিয়াফায়ার থেকে ডাউনলোড করে নিন এখানে ক্লিক করে।
অথবা
জাম্বু থেকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
অথবা
ড্রপবক্স থেকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
অথবা
জাম্বু থেকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
অথবা
ড্রপবক্স থেকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
অপারেটিং সিস্টেমঃ-
সব ধরনের উইন্ডোজ ভার্সন ৩২বিট এবং ৬৪বিট এ ব্যাবহার করতে পারবেন।
_____________________________________________________________________________________________যেভাবে ব্যবহার করবেনঃ-
কিভাবে ব্যাবহার করবেন এখন তা দেখাবো যেন এর জন্য অন্য কোথাও দৌড়াদৌড়ি করতে না হয়। তাহলে চলুন শুরু করি।এটি ইউজ করার জন্য দুইটি পিসিতেই ইন্সটল করা থাকতে হবে। মানে আপনার এবং আপনি যার পিসিতে কাজ করবেন এবং আপনার ফাইল শেয়ার করবেন।
►►► তো প্রথমে স্বাভাবিক নিয়মে আপনার পিসিতে সফটওয়্যারটি এক্সট্রাক্ট করে ইন্সটল করে নিন।
►►► এখন দুইজনই সফটওয়্যারটি ওপেন করুন।
►►► এখন Remote Control ট্যাব থেকে Partner ID তে আপনার বন্ধুর আইডি লিখুন। মানে আনার বন্ধুর সফ্টওয়ারটি ওপেন করলে সেখানেও এই চিত্রের মতো Your ID ও নিচে Password দেওয়া থাকবে। (আপনার বন্ধুর কাছ থেকে তার আইডি ও পাসওয়ার্ড জেনে নিন)।
►►► এবার Connect to Partner বাটনে ক্লিক করে কিছুক্ষন অপেক্ষা করুন , তারপর Password চাইবে।
►►► এখানে আপনার বন্ধুর Password দিয়ে Log On এ ক্লিক করুন।
►►► আবার কিছুক্ষন পরে একটা ডেস্কটপ ওপেন হবে, এই ডেস্কটপটি হচ্ছে আপনার বন্ধুর পিসির ডেস্কটপ।
এখন আপনি তার পিসির কাজ করতে পারবেন খুব সহজেই নিজের পিসি মনে করে।
আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাল্লাহ। আমার জন্য দুয়া করবেন।
আল্লাহ হাফেজ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন