কেমন আছ বন্ধুরা, অনেকদিন পর আবার টিউনারপেজে ফিরে আসলাম। ইচ্ছে হয়
প্রতিদিনই টিউন করি, কিন্তু ব্যস্ততার কারণে করা হয় না। সবাইকে আমার সারাটা
দিন, মেঘলা আকাশ, বৃষ্টি দিয়ে নিজের জন্য শুধু শ্রাবণ সন্ধ্যাটুকু চাইছি।
আজ তোমাদের জন্য নিয়ে আসলাম এসময়ের সবচাইতে প্রয়োজনীয় যেই জিনিসটি সেটি। বল
তো বন্ধুরা কি সেটা? সেটা হচ্ছে, আমাদের সবারই তো নেট আছে। কিন্তু আমার
মনে হয় ৫০% এর -ই ডিস কানেকশন নেই। আর তার দরুণ আইপিএলের সবগুলো খেলা আমরা
ঠিক মত দেখতে পারছি না। বিশেষ করে আমার মত যারা আছেন আরকি তাদের উদ্দেশ্যে
বলা, এক্ষুনি ঢুকে পড়ুন অশ্রুলিখন.কম
এই সাইটে আর চলে যান সাইটটির ফুটারে। দেখুন দেখাচ্ছে লাইভ নামের একটি
গেজেট ঠিক এর নিচেই দেখুন লাল বক্সগুলোর মধ্যে লেখা সিএইচ ১, ২, ৩ , ৪, ৫
এখান থেকে সিএইচ ২ তে ক্লিক করুন। এরপর নিচের ভিডিও ক্লিপ এর যায়গায় কিছু
এ্যাডভারটাইজমেন্ট দেখতে পাবে। সবগুলো এ্যাডের সাথেই দেখ ক্লোজ মার্ক দেওয়া
আছো, ক্লোজ কর, একটি ক্লোজ করতে কিছুটা সময় নেবে। ব্যস এবার ফুল স্ক্রিন
করে নাও। আর কম স্পিড দিয়েই খেলা দেখ অনায়াসে। আর হ্যাঃ সবাইকে জানাচ্ছি যে
সাইটিতে ঢুকলে সেই সাইটটির নাম অশ্রুলিখন.কম। এই সাইটটির মূল লক্ষ্য হচ্ছে প্রযুক্তির উত্তম ব্যবহার করে সাহিত্য চর্চা করা। বন্ধুরা অবশ্যই সাইটির ফেসবুক পেজে
একটি করে লাইক দিবে। আর তার জন্য সাইটটির হেডার তথা একেবারে উপরের দিকে
ডান পাশে দেখ ফেসবুকের লিংক দেয়া আছে। আর হ্যাঃ এখানে একাউন্টটিও করে নিও।
তোমার লিখা গল্প, কবিতা, কৌতুক, তোমার তোলা ছবি ইত্যাদি পোস্ট করে
প্রতিমাসে জিতে নিতে পার “রাইটার অফ দ্যা মান্থ” সার্টিফিকেট সহ পুরস্কার।
প্রতি মাসে প্রতিটি বিভাগের জন্যই পুরস্কার দেওয়া হবে। এই সাইটটি সম্পর্কে
আরো জানতে দেখে নিতে পারো সাইটের লক্ষ্য ও উদ্দেশ্য পেজটি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন