সবাই কেমন আছেন? আশা করি সৃষ্টিকর্তার ইচ্ছায় খুবই ভাল আছেন। আজ আপনাদের জন্য একটি ছোট্ট পোষ্ট নিয়ে হাজির হলাম।
এবার কীগুলো ইনসার্ট করুন। কীভাবে করবেন? দেখুনঃ
অনেকেই Kaspersky Internet Security 2012
ব্যবহার করেন। কিন্তু ক্যাসপারস্কি ব্যবহার করার একটি মূল সমস্যা হলো,
এক্টিভিশান কী। এটা নিয়ে অনেকেই ঝামেলায় পড়ে থাকেন। আজ আপনাদের জন্য নিয়ে
এলাম ক্যাস্পারস্কি ইন্টারনেট সিকিউরিট ২০১২ এর এক্টিভিশান কী। এক্টিভিশান
কীগুলো ২০১৪ সাল পর্যন্ত দেয়া আছে। নিশ্চিন্তে ব্যবহার করতে থাকুন
ক্যাসপারস্কি ইন্টারনেট সিকিউরিটি ২০১২ আপনার কম্পিউটারটিতে। আর কি বলার
দরকার নাই আশা করি।
ডাউনলোড কী ফাইল
প্রথমে এখান থেকে ডাউনলোড করে নিন কীগুলো
ডাউনলোড লিংক
কী ফাইল ইনসার্ট করা
এবার কীগুলো ইনসার্ট করুন। কীভাবে করবেন? দেখুনঃ
- প্রথমে ইন্টারনেট কানেকশানটি ডিসকানেক্ট করুন।
- এবার টাস্কবারের ক্যাসপারস্কির আইকনটির উপর রাইট বাটন ক্লিক করে “Manage License” এ ক্লিক করুন।
- এবার “Activate the application” এ ক্লিক করুন।
- যদি আগের লাইসেন্স ফাইল দেয়া থাকে, তাহলে তা ডিলেট করুন।
- এবার কী দিনঃ 11111-11111-11111-1111X
- এবার Next করুন।
- এবার Browse বাটনে ক্লিক করুন।
- এবার আপনার ডাউনলোড করা কী ফাইলটি থেকে একটি ফাইল সিলেক্ট করুন।
- এবার Next করন।
- কাজ শেষ হলে আপনার ইন্টারনেট কানেকশান চালু করুন এবং Kaspersky Internet Security 2012 টি আপডেট করুন।
- যদি কোন কী-ব্লক খান, তাহলে আমাকে গালি দিয়েন না। কারণ একই কী অনেকেই ব্যবহার করতে পারে, তাই ব্লক খেতে পারেন তাই একটি সমস্যা হলে আরেকটা দিন। ব্যস চালিয়ে যান।
ছবিসহ দেখুন
আবারও বলছি কোন কী না কাজ করলে হতাশ হবেন
না। অন্য আরেকটি দিয়ে কাজ করুন। কারণ একই কী অনেকেই ব্যবহার করলে কী ব্লক
করে দেয় ক্যাসপারস্কি।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন