অস্ট্রেলীয় ক্রিকেটারদের এই আনন্দ থেকেছে ম্যাচ শেষেও
ছবি: রয়টার্স
মেলবোর্নে গত শুক্রবার জয়ের বন্ধ্যাত্ব কেটেছে। টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের ৮ উইকেটের জয়টা ছিল বিদেশের মাটিতে ১৭ ম্যাচ পর! তবে স্বস্তির রেশ কাটতে না-কাটতেই আজ আরেকটা হারের স্বাদ পেয়েছে ভারতীয় দল।
ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ভারতের হার ৬৫ রানে। টসে হেরে প্রথমে ব্যাট করার সুযোগ পেয়েছিল অস্ট্রেলিয়া। বৃষ্টি খেলার বড় একটা সময় কেড়ে নেওয়ায় ৫০ ওভারের খেলা নামিয়ে আনা হয় ৩২ ওভারে। নির্ধারিত ওভারে ৫ উইকেটে ২১৬ রান সংগ্রহ করে স্বাগতিক দল। জবাবে ২৯.৪ ওভারে ১৫১ রান তুলতেই গুটিয়ে যায় মহেন্দ্র সিং ধোনির দল।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া: ২১৬/৫ (৩২/৩২ ওভার)
ওয়েড ৬৭, ডেভিড হাসি ৬১*
বিনয় কুমার ২১/৩
ভারত: ১৫১/১০ (২৯.৪ ওভার)
কোহলি ৩১, ধোনি ২৯
ম্যাকাই ২০/৪
টস: ভারত
সূত্র: কামাল।
ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ভারতের হার ৬৫ রানে। টসে হেরে প্রথমে ব্যাট করার সুযোগ পেয়েছিল অস্ট্রেলিয়া। বৃষ্টি খেলার বড় একটা সময় কেড়ে নেওয়ায় ৫০ ওভারের খেলা নামিয়ে আনা হয় ৩২ ওভারে। নির্ধারিত ওভারে ৫ উইকেটে ২১৬ রান সংগ্রহ করে স্বাগতিক দল। জবাবে ২৯.৪ ওভারে ১৫১ রান তুলতেই গুটিয়ে যায় মহেন্দ্র সিং ধোনির দল।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া: ২১৬/৫ (৩২/৩২ ওভার)
ওয়েড ৬৭, ডেভিড হাসি ৬১*
বিনয় কুমার ২১/৩
ভারত: ১৫১/১০ (২৯.৪ ওভার)
কোহলি ৩১, ধোনি ২৯
ম্যাকাই ২০/৪
টস: ভারত
সূত্র: কামাল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন