শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০১২

অধিনায়কত্ব হারালেন টেরি


অধিনায়কত্ব হারালেন টেরি


জন টেরি জন টেরি
বড় খারাপ সময় কাটছে জন টেরির। বর্ণবাদের অভিযোগে আদালতে মামলার কার্যক্রম এগিয়ে চলেছে। এই দুঃসময়ে ইংল্যান্ড জাতীয় দলের অধিনায়কত্বও হারালেন ৩১ বছর বয়সী এই ফুটবলার।
গত বছরের অক্টোবরে প্রিমিয়ার লিগের ম্যাচে কুইন্স পার্ক রেঞ্জার্সের ডিফেন্ডার অ্যান্টন ফার্ডিনান্ডের সঙ্গে বর্ণবাদী আচরণের অভিযোগে টেরির বিপক্ষে করা মামলার কার্যক্রম গত বুধবার ৯ জুলাই পর্যন্ত মুলতবি করেন লন্ডনের ওয়েস্ট মিনিস্টার আদালত।
ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন আজ শুক্রবার নিজেদের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আদালতে নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত ইংল্যান্ড দলকে নেতৃত্ব দিতে পারবেন না টেরি।
ফুটবল অ্যাসোসিয়েশন নিশ্চিত করেছে, নেতৃত্ব কেড়ে নেওয়া হলেও দলে থাকার ক্ষেত্রে অযোগ্য বিবেচিত হবেন না টেরি। ম্যানেজার ফ্যাবিও ক্যাপেলো ইচ্ছে করলে ২৯ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় হল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচ ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে টেরিকে দলে নিতে পারবেন। রয়টার্স।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন