Convert-সমস্যার সমাধান – পড়ে দেখুন আপনার কাজে লাগতেও পারে!
সবাইকে সালাম জানিয়ে শুরু করিছ আজকের টিউনটি।আমাদের মঝে মধ্যেই বিভিন্ন ধরনের Audio বা Video বা Flash (Swf) ইত্যাদি Formate কে প্রয়োজনীয় Formate এ Convert করার দরকার হয়।এছাড়াও কিছু নতুন Formate যেমনঃ HTML5.mp4, .webm, .ogv এই সব Formate কে Convert করার দরকার হয় যেগুলো Firefox (Browser) এর latest Version ছারা Open হয় না এবং এই Formate এর Video File গুলো কোন Player দিয়ে চালানো যায় না।আপনারা যদি এরকম কোন সমস্যায় থাকেন তাহলে “Xilisoft Video Converter Ultimate 7.0.1 build 1219” Free Download করে নিন “Google এ search দিয়ে।এরপর “Setup” শেষ করুন।তারপর “Software-টি Run করুন” (অবশ্যই Net Connection Stop করেবন।আর আপনি যখন Net Connection এ থাকেবন তখন এটি কখনোই Open বা Run করেবন না তাহলে এই Software এর Full Version চালানোর জন্য আপনাকে আবার Windows দিতে হবে) এখন Software-টি Run বা Open হলেই User Name এবং Serial No: চাইবে।এখন আপানার নাম এবং 2116-67AB-B889-CCD3-8997-444D-368E-58D2 বা AEEF-F033-4455-99AC-A71F-AB77-960E-DFB6 বা BFFC-CD00-1166-AABB-3C91-6F43-D434-1374 এই Serial গুলোর একটি দিয়ে Resistation করে নিন (Net Connection এ থাকা অবস্হায় থাকলে এটি Serial No: দিয়ে Resistation করলেও এটি Resistation হেব না আর Resistation করা থাকলেও এটা Unresistation হয়ে যাবে)। এরপর Convertert-টির Tools এ Click করে Preferences এ Click করে General Button এ Click করে “Check For Updates Automatically” এর টিক চিহ্ন তুলে দিন এবং Ok Button এ Click করুন তাহেল আপনি নিশ্চিন্তে Converter-টি ব্যবহার করতে পারবেন।আপনার পছন্দ মত Setting Change করুন Tools Opction থেকে। আশা করি আপনাদের কাজে লাগবে। কোন ভুল হলে ক্ষমা করবেন এবং আপনার মন্তব্য থকলে জানান। আজ এটি আমার 2nd টিউন। দোয়া করবেন যেন আমি আরো ভালো টিউন করতে পারি। টিউনটি পরার জন্য আপনাদের ধন্যবাদ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন