রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০১২

পাকিস্তানের ভয়ে ভীত ভারত!

পাকিস্তানের ভয়ে ভীত ভারত!

১৫৭ রানের ইনিংসের পথে পাকিস্তানের আজহার আলী

পাকিস্তানের সঙ্গে ভারতের ভেঙে যাওয়া ক্রিকেট সম্পর্ক জোড়া না লাগার পেছনে সবচেয়ে বড় কারণ কী? ভয়। ভয় পেয়েই পাকিস্তানের সঙ্গে খেলছে না ভারত! তবে জঙ্গি হামলার ভয় এটি নয়। কারণ পাকিস্তান তো ভারতের বিপক্ষে নিরপেক্ষ ভেন্যু বা ভারতের মাটিতেই খেলতে উদগ্রীব। ভয়টা নাকি পাকিস্তানের সঙ্গে হেরে মানসম্মান খোয়ানোর। যেনতেন কেউ নন, এমনটা ভাবছেন পাকিস্তানের ক্রিকেট-প্রধান জাকা আশরাফ।
ভারত দোহাই দিচ্ছে ব্যস্ত সফরসূচি আর সরকারের কাছ থেকে অনুমোদন না পাওয়াকে। কিন্তু গত অক্টোবরে পিসিবির প্রধানের দায়িত্ব নেওয়া আশরাফের মতে, সাম্প্রতিক সময়ে ক্রিকেট মাঠে দুই দেশের বিপরীতমুখী পারফরম্যান্সেই নাকি ভারত ভয় পেয়ে গেছে। কাল দুবাইয়ে পিসিবি চেয়ারম্যান বলেছেন, ‘সম্ভবত আমাদের দল যেভাবে খেলছে ও তাদের দল অস্ট্রেলিয়ায় যেভাবে খেলেছে তাতেই তারা ভয় পেয়ে গেছে। অস্ট্রেলিয়ার সঙ্গে তাদের হার অতটা আবেগ হয়তো জড়িয়ে নেই, কিন্তু পাকিস্তানের কাছে হারটা হবে আবেগপূর্ণ।’
পাকিস্তানের বিপক্ষে হারে সমর্থকদের সম্ভাব্য প্রতিক্রিয়া নিয়েই নাকি বিসিসিআই ভয় পাচ্ছে, ‘ভারতের ক্রিকেট সমর্থকেরা তখন বোর্ডের ওপর চড়াও হবে। তাই আমার মনে হয়, আমরা যেভাবে খেলছি তাতে তারা ভয় পেয়ে গেছে।’
পিসিবির সব অনুরোধেই না করে দিয়েছে বিসিসিআই। তবে প্রতিবেশীদের সঙ্গে খেলার জন্য পাকিস্তান কতটা উদগ্রীব, সেটা প্রকাশ পেয়েছে জাকা আশরাফের কথাতেই, ‘আমরা তাদের সঙ্গে যেকোনো মুহূর্তে খেলার জন্যই প্রস্তুত। তারা আজ হ্যাঁ বললেই ইংল্যান্ড সিরিজের পর এই আরব আমিরাতেই আমরা খেলতে পারি। কিন্তু তারা খেলতে চায় কি না, সেই সিদ্ধান্ত নেওয়াটা তাদেরই ব্যাপার।’

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন