মঙ্গলবার, ১৩ মার্চ, ২০১২

কীবোর্ড দিয়ে কম্পিউটার চালু করুন

অনেক সময় দেখা যায় যে আমাদের পিসির পাওয়ার বাটন নষ্ট হয়ে গেছে , তখন কি করবেন ?
# প্রথমে কম্পিউটার চালু হওয়ার সময় কি-বোর্ড থেকে Del বাটন(কোন কোন কম্পিউটারে F2 বাটন) চেপে Bios-এ প্রবেশ করুন।
# Power Management Setup নির্বাচন করে Enter চাপুন।
# এখন Power on my keyboard নির্বাচন করে Enter দিন।
# Password নির্বাচন করে Enter দিন। Enter Password-এ আপনি যে সুইচ চেপে কম্পিউটার চালু করতে চান সেইটি Set করে নিন। তারপর থেকে আপনি ঐ সুইচটি প্রেস করলেই আপনার কম্পিউটার চালু হবে।
*** কোন কোন মাদারোর্ড এটি সাপোর্ট নাও করতে পারে। তবে বেশীর ভাগ ক্ষেত্রেই এটি কার্যকরী ***।***

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন