মঙ্গলবার, ৬ মার্চ, ২০১২

পেন ড্রাইভ দিয়ে সবচেয়ে সহজে উইন্ডোজ ইন্সটল করুন

আসসালামু আলাইকুম । আশা করি সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে ভাল আছেন।
 “ভাল থাকুন ও ভাল রাখুন আপনার পাশের মানুষটিকে-বাণী অনি আপু
টিউনার পেইজে এটি আমার ৫ম পোস্ট । কাজেই আমি এখনও নতুন । আশা করি ভুল ত্রুটি গুলো ইতিবাচক দৃষ্টিতে ধরিয়ে দিবেন । টিউনার পেইজে উইন্ডোজ ইন্সটল নিয়ে অনেক গুলো পোস্ট পড়েছি । আমিও আজ উইন্ডোজ ইন্সটল নিয়ে এই পোস্টটি করছি । আমরা অনেকে নেট বুক ব্যবহার করি । কিন্তু নেট বুকে ডিবিডি রুম না থাকায় নতুন করে উইন্ডোজ ইন্সটল করার সময় আমাদের পরতে হয় বিপাকে । আর যাতে এমন বিপাকে পরতে  না হয় সে জন্যই পেন ড্রাইভে কি করে উইন্ডোজ ইন্সটল করা যায় তাই আপনাদের দেখাব । এই প্রক্রিয়ায় উইন্ডোজ ইন্সটল করতে আপনার যা লাগবে তা হল

  • একটি উইন্ডোজ সিডি
  • একটি ডেস্কটপ কম্পিউটার
  • একটি ৮গিগা বাইট পেন ড্রাইভ এবং
  • আমার দেওয়া এই দুটি সফটওয়্যার(DVD ISO Maker এবং Universal USB Installer 1.8.6.2)


প্রথমে ডেস্কটপ কম্পিউটারের ডিবিডি রুমে উইন্ডোজ সিডিটি প্রবেশ করান । এরপর DVD ISO Maker সফটওয়্যারটি Run করান । নিচের স্ক্রীন শর্টটি দেখুন

Next দিয়ে এগিয়ে যান এবং Save করুন । বেশ ISO ফ্যারমেটে তৈরি হয়ে গেল আপনার সফটওয়্যারটি । এখন তা আপনার পেন ড্রাইভে কপি করে সহজেই উইন্ডোজ ইন্সটল করতে পারেন । কিন্তু কথা হল  ISO ফ্যারমেটে তৈরি করা এই ফাইলটি পিসি থেকে আপনার পেন ড্রাইভে সরাসরি কপি হবে না । এজন্য আপনাকে ব্যবহার করতে হবে Universal-USB-Installer সফটওয়্যারটি । নিচের স্ক্রীন শর্টটি দেখুন

এখানে আপনি যে windows দিতে চান সেটি নির্বাচন করুন । আমি windows 7 দিতে চাই তাই সেটি নির্বাচন করেছি ।
নিচের আরো একটি স্ক্রীন শর্ট দেখুন 

এবার যে জায়গায় ISO ফাইলটি রেখে ছিলেন তা দেখিয়ে দিন এবং সব শেষে Create দিন ।
মাশাআল্লাহ আপনার ISO ফাইলটি আপনার পেন ড্রাইভে কপি হয়ে গেল ।
এখন থেকে কোন জামেলা ছাড়াই এই প্রক্রিয়ায় পেন ড্রাইভে  উইন্ডোজ ইন্সটল করুন ।
“আল্লাহপাক আমাদেরকে সকল অনৈলামিক সংস্কৃতি থেকে হেফাযত করুন “

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন