সোমবার, ১৯ মার্চ, ২০১২

খাদ্য এবং পুষ্টি উপাদান (ক্যালরি, প্রোটিন, কার্ব, ফ্যাট)

অনেকে খাবারের ক্যালরি লিষ্ট চেয়েছেন তাই আমি যতটুকু পেরেছি দিয়াছি । 
ওজন বাড়াতে যেসব খাবার বেশি ভূমিকা রাখে, এবং কোন খাবারে কি পরিমান ক্যালরি, প্রোটিন, কার্ব, ফ্যাট আছে, তার একটা তালিকা দেয়া হলো। তালিকাটি অসম্পূর্ণ।
  • ১ গ্রাম প্রোটিন =  ৪ ক্যালরি
    ১ গ্রাম কার্ব = ৪ ক্যালরি
    ১ গ্রাম ফ্যাট = ৯ ক্যালরি
  • খাদ্য (৩০গ্রাম) পরিমান ক্যালরি প্রোটিন (গ্রাম) কার্ব (গ্রাম) ফ্যাট (গ্রাম)
    চিকেন ব্রেস্ট (চামড়া ছাড়া)
    ৩৫
    গরুর মাংশ
    ৭৫
    চিংড়ি (মাঝারি) ২টি ৩০
    টার্কি ব্রেস্ট
    ২৮
    টুনা ফিশ
    ৩৫
    শ্যামন ফিশ
    ৪০






    ডিমের সাদা অংশ ১টি ১৬
    ডিম ১টি ৭৫
    দুধ (১কাপ) ২৪০মিলি ১৫০ ১২
    টক দই (১কাপ) ২৪০মিলি ১৬০ ১০ ১৪












    তিলের তেল (১ টে.চা) ১৫মি.লি ১২৮ ১৪
    অলিভ ওয়েল
    ১৩২ ১৪
    সূর্যমুখীর তেল
    ১২০ ১৪
    বাদাম ৩০গ্রাম ১৭২ ১৫
    পিনাট বাটার ১৫মি.লি ১০০






    মিষ্টি আলু (মাঝারি) ১টি ১১৫


    গোল আলু ২০০গ্রাম ২২০ ৫১
    লাল চালের ভাত ১/২ কাপ ১০৯ ২৩
    সাদা চালের ভাত ১/২ কাপ ১৩৪ ৩০
    সাদা আটার রুটি ১টি ৭২ ১২
    লাল আটার রুটি ১টি ৬০ ১১
    ডাল ১ কাপ ২৩০ ১৮ ৪০
    ওটমীল ১ কাপ ৭৩ ১৩
    পাস্তা ৩০গ্রাম ১০৫ ২০






    ব্রকলি ১কাপ ২৪ .৫
    ফুলকপি ১কাপ ২৪
    বেগুন ১কাপ ২৭
    শিম ১কাপ ৪৪ ১০
    ঢেঁড়শ ১কাপ ৫০ ১১
    পেঁয়াজ ১কাপ ২৫
    টমেটো (মাঝারি) ১টি ২৫






    সবুজ আপেল ১টি ৮১ ২১
    কলা ১টি ১০৫ ২৭
    আম
    ৭০ ১৭
























  • বিঃদ্রঃ যারা পেশি বাড়াতে চান কিন্তু ফ্যাট বাড়াতে চান না, তারা সাদা ভাত, ময়দা, গোল আলু, যে কোন সুগার জাতীয় খাবার, লবনাক্ত খাবার, তৈলাক্ত খাবার, মসলা জাতীয় খাবার- এসব এড়িয়ে চলবেন।
  • ভুল হলে ক্ষমা করবেন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন